22 December, 2017

মোবাইল ফোন ব্যবহার করেন আর মেমোরি কার্ড তো আবশ্যক । পাসওয়ার্ড ও অনেকেই দেন ।
কিন্তু সমস্যা হয় পাসওয়ার্ড ভুলে গেলে । অনেক সময় ভুলেই যাই অনেকে।
আজকে এ বিষয়ে সমাধান দিব। 😳😳
আসুন দেখি কিভাবে পাসওয়ার্ড ভুলে গিয়েও পাসওয়ার্ড রিমুভ করবেন Nokia মোবাইলকোন ডেটা হারানো ছাড়াই।😳😳
##১।প্রথমে FExplorer নামের এই সফটটা ডাউনলোড করে আপনার মোবাইল এ নিয়ে রান করুন ।😳😳
##২।রান করার পর মোবাইল এর C: ড্রাইভ এ যান।৩।এবারে C:System ফোল্ডার এ ঢুকুন ।😳😳
##৪।এবারে mmcstore নামের ফাইলটা কপি করে এমন একটি ফোল্ডারএ সেভ করুন যেখান থেকে আপনি টা আপনার কম্পিউটার এ কপি করতে পারবেন ।😳😳
##৫।কপি হয়ে গেলে mmcstore ফাইলটি Notepad দিয়ে ওপেন করুন ।
ব্যাস কাজ শেষ এবার আপনি Notepad এ আপনার মেমোরি কার্ড এর পাসওয়ার্ড দেখতে পারবেন ।
[only for symbian.এর জন্য আপনারা চাইলে getjar থেকে সফটটা ডাউনলোড করে নিতে পারেন ]……

22 November, 2017

Flowers SEO Test

I am going to check out how search engine optimization works.


Dear Audience,
To gather knowledge about Search Engine Optimization , I am creating this demo post  of flowers. By analuzing this post, I will be able to learn about real time SEO mechanism. 
Tulips Flowers SEO By Sumon
Some Tulips Flowers

The flowers are usually large, showy and brightly coloured, generally red yellow or white. They often have a different coloured blotch at the base of the tepals, internally. Because of a degree of variability within the populations, and a long history of cultivation, classification has been complex and controversial. The tulip is a member of the Liliaceae (lily) family, along with 14 other genera, where it is most closely related to AmanaErythronium and Gagea in the tribe Lilieae. There are about 75 species, and these are divided between four subgenera. The name "tulip" is thought to be derived from a Persian word for turban, which it may have been thought to resemble. Tulips originally were found in a band stretching east from Turkey to Central Asia, but since the seventeenth century have become widely naturalised and cultivated (see map). In their natural state they are adapted to mountainous areas with temperate climates. Flowering in the spring, they become dormant in the summer once the flowers and leaves die back, emerging above ground as a shoot from the underground bulb in early spring.

14 November, 2017


Welcome to teletalk 1GB 8 Tk, 2GB 14 Tk offer.Teletalk will distribute 20 lakh SIMs free of cost under the new package “Aparajita” specially for women.Teletalk has been trying to reach internet service at a low cost for the womens.
Only womens can collect Teletalk Aparajita free sim.A Woman can collect two Aparajita free sims from customer care centres and retailers of the state-owned mobile operator.
Note: Only Aparajita new sim subscribers cab enjoy the special data 1GB 8 Tk, 2GB 14 Tk offer & special call rate.
How To Collect Teletalk Aparajita Sim For Free?
To get the Teletalk Aparajita Sim for fully free, women need to register the new sim with coming the teletalk customer care with the biomatric system.  Women can register a biometric and get a free SIM card at Teletalk Customer Care Center. State Minister said that 20 lakh ‘Aparajita’ SIM will be distributed free of cost across the country.

Aparajita Special Tariff:

 
Voice callRateTime limit
On-net60 paisa / min24 hours
Off-net90 paisa / min24 hours
Video call (on-net)60 paisa / min24 hours
FnF99 (in any operator)
FnF rate (on-net)30 paisa24 hours
FnF Rate (off-net)60 paisa24 hours
SMS40 paisa (in any operator)24 hours
Pulse1 second
MMS1 Taka
Pay-per-use rate0.01 paisa / 30 kB





Features:
– Free new connection. 99 FnF
– The minimum call rate for recharge of 29 or 99 rupees
– 1 GB-8 Taka, 2 GB-14 Taka
– SMS: 40 paisa / any operator
Start-up Bonus
1. Customers will get 10 paise preloaded amounts.
2. The preloaded amounts valid for 90 days
3. Customer will get 1 GB data, 10 minutes on-net and 5 minutes off-net free.
4. Free minutes and data validity 7 days from activation day
Special data offer
1. Aparajita subscriber can enjoy 1 GB at 8 taka and enjoy 2 GB at 14 taka for next three months.
2. Unused data will not be added later.
3. Price including all taxes.
Rate cutter at 29 taka
1. Customers can enjoy 30 paisa / minute on-net and 60 paisa / min off-net call rate through recharge of Tk.29.
2. The minimum call rate will be 7 days from the day of recharge.
3. After expiration, the customer will return to the original call rate.
4. 1 second pulse is applicable.
Rate rate at 99 taka
1. Customers can enjoy 30 paisa / minute on-net and 60 paisa / min off-net call rate through recharge of Tk.99.
2. The minimum call rate will be 30 days from the day of recharge.
3. After the expiry date the customer will return to the original tariff plan.
4. 1 second pulse is applicable.
Terms:
1. Only female subscribers can purchase and migrate to the Aparajita packages.
2. To migrate Aparajita package, contact nearest customer care.
3. The minimum validity period is 3 months.
if you have any question about Teletalk 1GB 8 Tk & 2GB 14 Tk offer, then comment.

06 June, 2017

পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো তাদের নিজস্ব ফিচার এবং বৈশিষ্ট্যের জন্য সবার থেকে আলাদা! আমি টিউনার গেমওয়ালা আজ টেকটিউনসে তথ্য প্রযুক্তি প্রেমিদের জন্য নিয়ে এসেছি এইরকম ১০টি অন্যরকম এবং আজব টাইপের ওয়েবসাইট যেগুলোতে আপনারা হয়তো এখনো ব্রাউজ করে দেখেননি! তো চলুন অতিরিক্ত ভূমিকায় না গিয়ে সরাসরি টিউনে চলে যাওয়া যাক:
১) hackertyper.com
hackertyper.com: হলিউডের মুভিতে কখনো কোনো অভিনেতার হ্যাকিং প্রক্রিয়াকে দেখেছেন? কখনো মনে মনে ভাবেছেন যে ইশ! আপনিও যদি ওইরকম হ্যাক করতে পারতেন! কিন্তু কোডিংয়ের অ/আ ও জানেন না! তাহলে এক্ষুণি চলে যান hackertyper.com ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাবার পর আপনার ব্রাউজারটি কালো রংয়ের একটি হ্যাকিং টার্মিনালে পরিণত হবে। এবং আপনি কীবোর্ড থেকে কোনো কী বাটন প্রেস করলে ওয়েবসাইটটি সেটিকে র‌্যানডম লিনাক্স কোডিংয়ে রুপান্তর করে নিবে এবং স্ক্রীনে প্রদর্শন করবে! সো কীবোর্ড দিয়ে উল্টাপাল্টা টাইপ করতে থাকুন আর নিজেকে দক্ষ হ্যাকার বানিয়ে ফেলুন আর বন্ধুদের সামনে হ্যাকার হবার যোগ্যতা অর্জন করুন! মজার ব্যাপার হচ্ছে, টাইপ করতে করতে একসময় সাইট থেকে এমন একটি মেসেজ আসবে ACCESS GRANTED! মানে আপনি হ্যাকিংয়ে সফল হয়েছেন!

২) 10minutemail.com


10minutemail.com: ওয়েবসাইটের নাম শুনেই বুঝতে পারছেন ওয়েবসাইটের কাজ কি, এই সাইটটি আপনাকে একটি ইমেইল আইডি ব্যবহার করার সুযোগ দিবে যেটা মাত্র ১০ মিনিটের জন্য একটিভ থাকবে। অনেক সময় স্প্যামিং বা বিভিন্ন কাজে আমাদেরকে ইমেইল এড্রেস ব্যবহার করতে হয়, এবং সেখানে আমরা আমাদের অরিজিনাল আইডি ব্যবহার করতে চাই না, এক্ষেত্রে এই ওয়েবসাইটটি আপনার বেশ কাজে আসতে পারে। এখানে তৈরিকৃত ইমেইল এড্রেসে ১০ মিনিটের মধ্যে কোনো মেইল আসলে সেটি দেখতে পারবেন এবং এই আইডি থেকে আপনি ইমেইলও পাঠাতে পারবেন! দারুণ ওয়েব সাইট না?

৩) map.norsecorp.com


map.norsecorp.com: জাভাস্ক্রিপ্ট বেইসড এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি বর্তমানে পৃথিবীর কোন দেশের কোন ওয়েবসাইটে হ্যাকিং হচ্ছে সেটা একটি সুন্দর এনিমেশন গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন! সাইটটি বিশ্বব্যাপী ৮ লক্ষাধিক সেন্সরের সাহায্যে ল্যাপটপ, এটিএম মেশিন, ইন্সুরেন্স সিস্টেম, টিভি ক্যামেরা ইত্যাদির থেকে লাইভ ফিড নিয়ে ওয়েবসাইটে গ্রাফিক্যাল এনিমেশনের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করে থাকে! বিশ্বাস না হলে এখনই সাইটে গিয়ে দেখুন।

৪) thenewboston.com


thenewboston.com: এই ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর হাজার খানেক ভিডিও কোর্স, যেকোনো নির্দিষ্ট বিষয় যেমন প্রফেশনাল কুকিং, ড্রাইভিং, টাইপিং ইত্যাদির উপর বিভিন্ন ধরণের বিভিন্ন প্রকারের ভিডিও কোর্স আপনি এই ওয়েবসাইটে খুঁজে পাবেন! ইউটিউবে জেনু্ইন ভিডিও কোর্স না খুঁজে আপনি সরাসরি এই ওয়েবসাইটের সাহায্যে জেনুইন ভিডিও কোর্স পেয়ে যেতে পারেন! আজই সাইটটিতে ঢুঁ মেরে আসুন!

৫) Evozi App Download


Evozi App Download: সরাসরি পিসিতে গুগল প্লে স্টোর থেকে apk এপসগুলো কখনো নামাতে পেরেছেন? না পারলে আজই এই সাইটটি ট্রাই করে দেখুন। ওয়েবসাইটে যাবার পর বক্সে আপনি আপনার কাঙ্খিত গুগল প্লে স্টোর এপসের লিংকটি কপি করে এনে পেস্ট করে দিন এবং Generate Download Link কমান্ডে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড বাটন এসে যাবে এবং আপনি কাঙ্খিত এপসটি সরাসরি গুগল প্লে স্টোরের থেকে আপনার পিসিতে ডাউনলোড করে নিতে পারবেন ফুল স্পিডে! আজই ট্রাই করুন।

৬) Youtube.com/TV


Youtube.com/TV: অনেকেই হয়তো এই ইউটিউব এর ফিচার সম্পর্কে জানেন, যারা জানেন না তারা এখনো এই লিংকে চলে যান। ইউটিউবের এই টিভি সংস্করণে আপনি ইউটিউবের ভিডিও এবং ইন্টারফেসকে নিরবিচ্ছিন ভাবে টিভি আকারে উপভোগ করতে পারবেন! একই ধাঁচের ইউটিউব ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেলে আপনি ইউটিউবের এই ফ্লেবারটি ট্রাই করে নিতে পারেন।

৭) gtmetrix.com


gtmetrix.com: আপনি যদি ওয়েব ডেভেলপার কিংবা কোনো ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটি আপনার কাজে দেবে, এখানে এসে আপনি যেকোনো ওয়েবসাইটের লোডিং টাইমের পরীক্ষা করে নিতে পারবেন। এছাড়াও কোনো সাইট স্লো হয়ে সেটির কারণও আপনি এই সাইট থেকে জানতে পারবেন।

৮) archive.org:


archive.org: এই সাইটিতে আসলে আপনি দুনিয়ার প্রায় ৩০৬ কোটি ওয়েবসাইটের হিস্টোরি সম্পর্কে জানতে পারবেন! এছাড়াও বিগত বছরগুলো সাইটটি কেমন দেখতে ছিলো তাও জানতে পারবেন! এই ধরুণ এই সাইটটিতে এসে আমি টেকটিউনসের লিংক লিখে এন্টার দিলাম। সময় নির্ধারণ করলাম ২০০৮ সালের ডিসেম্বর মাস। এবার দেখুন ২০০৮ সালের ডিসেম্বর মাসে টেকটিউনস দেখতে কি রকম ছিলো:

) kickassapp.com



kickassapp.com: জাভা ভিক্তিক ওয়েবসাইট গেম এটি! অফিসে কাজ করতে করতে বোর হয়ে গেছেন তাহলে এখনি এই সাইটে চলে যান এবং লাল বক্সটি ড্রাগ করে আপনার বুকমার্ক টুলবারে রেখে দিন। এবার  যেকোনো ওয়েবসাইট চালূ করুন এবং ওই বুকমার্কে ক্লিক করুন! দেখবেন একটি স্পেসশিপ চলে এসেছে এবং কীবোর্ডের অ্যারো কী এবং স্পেসবারের সাহায্যে ওপেনকৃত সাইটের সাথে ধ্বংসাত্বকমূলক গেম খেলায় মেতে উঠতে পারবেন! বেশ মজার একটি জিনিস!

১০) liveatc.net


liveatc.net: লাইভ এটিসি বা লাইভ এয়ার ট্রাফিক কন্ট্রোল ওয়েবসাইটে আপনি সরাসরি দুনিয়ার বিভিন্ন এয়ার ট্রাফিক টাওয়ার থেকে প্রেরিত বিভিন্ন অডিও ফাইলগুলো চালিয়ে শুনতে পারবেন! আপনার যদি এইসব বিষয়ে ইন্টাররেস্ট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই সাইট থেকে একবার ঘুরে আসতে পারেন!

27 November, 2016

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি
আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু
করছি আমার আজকের টিউন।
আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের
Titile দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি
দেখাব কিভাবে ফেসবুক Page এর Name Change
করবেন।
প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন তারপর
পেজ এ যান। এখন About এ ক্লিক করুন তারপর Name
এ দেখবেন Edit লেখা থাকবে এইখান এ ক্লিক
করুন তারপর Name Change করার বক্স পাবেন নতুন নাম
দিন তারপর Request এ ক্লিক করুন তারপর Confirm
Request এ ক্লিক করলেই ৩ দিন এর মধ্য Name
Change হয়ে যাবে।
যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয়
তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

আশা করি ভালভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এর পরও কারও কোন সমস্যা থাকে তাহলে আমার ফেসবুক প্রফাইলে যোগাযোগ করতে পারেন

ভালোমানের ওয়েব হোস্টিং ব্যবহারঃ

অল্প খরচে অনেকেই নিন্মনামের কিংবা বেনামি ওয়েব হোস্টিং ব্যবহার করেন। এসব অনলাইন হোস্টিং সেবাদাতারা ওয়েবসাইট গুলোর ভালো নিরাপত্তা দিতে পারে না । দেখা যায় প্রায়ই এসব হোস্টিংয়ে থাকা ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয় । তাই যেসব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ভালো ও সাইটের নিরাপত্তা নিশ্চিত করে তাদের সেবা নেওয়া উচিত।

আপডেটেড রাখুন ওয়ার্ডপ্রেসঃ

ওয়ার্ডপ্রেস বা WP তাদের বিভিন্ন ত্রুটি সমাধান ও নতুন ফিচার আনার মাধ্যমে নতুন আপডেট করে । ওয়ার্ডপ্রেস সাইটকে এসব আপডেট আসার পরই আপডেট করা নেয়া সাইটের জন্য উপকারি । পুরনো সংস্করণ গুলোর বিভিন্ন ভুল খুঁজে বের করে হ্যাকাররা তার অপব্যবহার করে । তাই নিয়মিত ওয়ার্ডপ্রেস আপডেট রাখতে অনেকাংশেই নিরাপদ থাকা যায়।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারঃ

অনেকেই মনে রাখার প্রয়োজনে নাম, মোবাইল নাম্বার কিংবা জন্মতারিখ দিয়ে পাসওয়ার্ড ব্যবহার করছেন অনেকেই । এগুলো আশলেই ঠিক নয়। হ্যাকাররা বিভিন্ন মাধ্যমে এসব তথ্য জেনে বা অনুমান করে আপনার ওয়েবসাইট হ্যাক করতে পারাটা অস্বাভাবিক কিছু না । এমন কিছু পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যা আপনারও মনে রাখতে কষ্ট হয়। অক্ষর, সংখ্যা ও সাংকেতিক চিহ্ন দিয়ে পাসওয়ার্ড দেয়া ভালো এতে আপনার সাইটের নিরাপত্তা অনেকাংশেই নিশ্চিত হবে।
ইউজার নেইম হিসেবে ‘অ্যাডমিন’ ব্যবহার না করা
ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময় ডিফল্ট নেইম হিসেবে Admin দেওয়া থাকে। অনেকেই এটি পরিবর্তন করেন না । তবে সাইটের নিরাপত্তায় Admin ব্যবহার না করাই ভালো। কারণ হ্যাকাররা সাধারণত ডিফল্ট নেইম দিয়েই সাইট হ্যাকিংয়ের চেষ্টা করে। এক্ষেত্রে প্রথমে Admin দিয়ে লগইন করে নতুন একটি ইউজার নেইম তৈরি করতে হবে। নতুন ইউজার নেইমটিকে পূর্ণ অ্যাকসেস বা অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে। এরপর নতুন ইউজার নেইম দিয়ে লগইন করে Admin ইউজারটি মুছে দিতে হবে।
বিনামূল্যের থিম ব্যবহার না করা
নতুন ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে অনেকেই বিনামূল্যের থিম ব্যবহার করেন। এসব থিমে অনেক ক্ষেত্রেই বাগ বা ব্যাক ডোর থাকে যেগুলো আপনার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে । অনেক সময় দেখা যায় ফ্রি থিমের ওয়েবসাইটগুলো রিডাইরেক্ট হয়ে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে। আবার কখনও কখনও সাইটের বিভিন্ন স্থানে উল্টা পাল্টা কোড কিংবা বিজ্ঞাপন প্রদর্শন করে। এসব ঝাক্কি ঝামেলা থেকে মুক্তি পেতে বিনামূল্যের থিম ব্যবহার না করাই ভালো। আর একেবারেই থিম কিনে ব্যবহার সম্ভব না হলে ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম ব্যবহার করা যেতে পারে।

লগইন নিরাপদ রাখা

হ্যাকাররা যাতে ইউজার নেইম ও অনুমানের উপর ভিত্তি করে পাসওয়ার্ড দিয়ে বারবার লগইন করার চেষ্টা না করতে পারে তাই Limit Login Attempts প্লাগইন ব্যবহার করা যেতে পারে। এই প্লাগিনের মাধ্যমে কেউ ভুল পাসওয়ার্ড দিয়ে কয়েক বার লগইন করার চেষ্টা করার পর আইপি ব্লক হয়ে যাবে । ফলে কেউ একাধিকবার ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করলে সে আর ঐ আইপি থেকে লগইন করতে পারবে না। এই লিংক থেকে প্লাগইনটি ব্যবহার করা যাবে।

নিরাপদ প্লাগইন ব্যবহার করা

বিভিন্ন ক্ষেত্রে দেখা জায় অনেকেই সুধুমাত্র একপেরিমেন্টের জন্য প্লাগইন পেলেই সাইটে ইনস্টল করেন ফেলেন । এটা একদমই ঠিক নয়। প্লাগইন ইনস্টল করার সময় অবশ্যই সেটি নিরাপদ কিনা, অফিসিয়াল প্লাগইন কিনা কিংবা ওয়ার্ডপ্রেসের প্লাগইন গ্যালারিতে আছে কিনা ইত্যাদি চেক করে নেয়াটা বাধ্যতামূলক । কারণ ফ্রি থিমের মতোই এসব প্লাগইনে অনেক সময় বাগ কিম্বা ব্যাক ডোর থাকে। যা আপনার ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বল করতে পারে ।

আশা করি ভালভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এর পরও কারও কোন সমস্যা থাকে তাহলে আমার ফেসবুক প্রফাইলে যোগাযোগ করতে পারেন
আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকারই কথা।
কারণ MyTuneBox সাথে থাকলে সকলে ভালো থাকে।
যাই হোক মূল বিষয়ে চলে যাই।
আগে এক ট্রেইনার পোষ্ট করেছে কিভাবে ইনকামিং কল বন্ধ করবেন।
যাই হোক
তাই আজ আমি দিলাম কিভাবে ইনকামিং SMS বন্ধ করবেন, জিপি সিমে।
যারা জানেন না তাদের জন্য।
প্রথমে এটা চালু করতে ডায়াল করুন:
*35*0000*16#
এখন মোবাইল চালু থাকলেও সিমে মেসেজ আসবেনা।
সেটিংস টি বন্ধ করতে ডায়াল:
#35*0000*16#
আশা করি ভালভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এর পরও কারও কোন সমস্যা থাকে তাহলে আমার ফেসবুক প্রফাইলে যোগাযোগ করতে পারেন

22 November, 2015

Some Fruits with description in Bangladesh


Bangladesh is the land of natural variation. Bangladesh is Popular for beautiful place, flower, fruits, animal etc. The country has a large number of different fruits in different seasons. The fruits are tasteful, delicious and also rich with many kinds vitamins, minerals and others food value.

In every season various kinds of fruits grow in the country. The fruits different are in color, size, taste. Some fruits are sweet, some are taste sour, and some are juicy. The most popular fruits in Bangladesh are Jackfruit, Mango, Banana, Litchi, Orange, The coconut, Guava, Pine Apple, Apple, Papaw, Water Melon, Grapes, Palm, Star Fruit (Camranga), Amla, Pomegranate (Dalim) etc.
Fruits of Bangladesh
Most popular fruits in Bangladesh

Mango: Mango is the most popular fruit in the country. Many people like this fruit for its taste, flavor, vitamins, juicy and food value. Mango is the fruit of summer season but now-a-days, the fruits may found in other season. The local people call the fruit as the king of fruit of Bangladesh. There are so many varieties of mangos such as Langra, Fazli, Gopalbhogh, Mohonabogh, Maldhori etc. Fazli, Langra, Gopalbhogh are the famous mango in the country. Mango grow in all over the country but it's grow more in Rajshahi, Dinajpur, Bogora, Dhaka etc.
Mango is the most popular fruit in the country. Many people like this fruit for its taste, flavor, vitamins, juicy and food value.
Mango

Jackfruits: Jack-fruits is the National Fruit of Bangladesh. It is also popular in the country for its tasty flavor, vitamins and minerals. The fruits are different in size. Jackfruit is the mainly found in summer season in Bangladesh and it grow all over the country. Chittagong, Sylhet, Dhaka, Moymenshing, Savar and Hilly area is the main place where the Fruits grow.
Jack-fruits is the National Fruit of Bangladesh. It is also popular in the country for its tasty flavor, vitamins and minerals.
Jackfruits

The Banana: Banana is the favorite fruit in the country because of its availability in the whole year. Banana grows all over the country in all time. The fruit are rich with Iron, Vitamins, and Minerals etc. There are so many kinds Banana found in the country such as Chompa, Sagor, Sarbori etc are the popular.
Banana is the favorite fruit in the country because of its availability in the whole year. Banana grows all over the country in all time.
The Banana

The Litchi: Litchi is another popular fruit in Bangladesh. The fruit small in size and when the fruit ripe then it looks red. The fruit are also rich with vitamins, iron, minerals etc. Litchi is found mainly in summer season and found all over the country. It grows mainly Rajshahi, Dinajpur and Dhaka.
Litchi is another popular fruit in Bangladesh. The fruit small in size and when the fruit ripe then it looks red. The fruit are also rich with vitamins, iron, minerals etc
The Litchi

The Coconut: Coconut is the common fruit in the country. The fruit found everywhere in Bangladesh. In all season it grows and it is not so hard to cultivate the fruit. The fruit is popular for its water. Chittagong, Barisal, Khulna, Nowakhali, Lakshmipur is the main are where the fruit grows huge.
Coconut is the common fruit in the country. The fruit found everywhere in Bangladesh. In all season it grows and it is not so hard to cultivate the fruit. The fruit is popular for its water.
The Coconut

The Pine Apple: Pine apple is another common fruit in Bangladesh. The fruit found in Rainy Season. The fruit is popular for its juicy and testy. It is found all over the country but plenty in Sylhet.
Pine apple is another common fruit in Bangladesh. The fruit found in Rainy Season.
The Pine Apple

Wa Melonter: Watermelon is the favorite fruit for the countries people in summer season. The fruit is rich with water and iron. It grows all over the country. It is a good fruit because there are no fat and it is also helpful for stomach.
Watermelon is the favorite fruit for the countries people in summer season. The fruit is rich with water and iron.
Wa Melonter

Orange, Plam, Papaw, Lemon, Star Fruit are also popular fruits in Bangladesh. Papaw grows in whole year and it is a testy food. Orange rich with vitamins C. Lemon is also rich with Vitamins C and use for making juice in hot season.

From the fruits Bangladesh earn a lot of foreign remittance. If we grow more fruit and ensure proper processing system then we can earn a large number of foreign exchange by exporting them. The Bangladeshi fruits are popular all over the world.

31 August, 2015

 
নতুন অথবা বন্ধ বাংলালিংক প্রিপেইড এবং শুধুমাত্র বন্ধ Postpaid সংযোগে ১৯ টাকা রিচার্জ/বিল পরিশোধে পাচ্ছেন পুরো ১ মাস ২ জিবি ইন্টারনেট একদম ফ্রি। এছাড়াও কথা বলুন যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য নাম্বারে ৬০ পয়সা/মিনিট কলরেট, দিন-রাত ২৪ ঘণ্টা। এই অফারটি বন্ধ বাংলালিংক ইন্সপায়ার এবং পার্সোনাল Postpaid সংযোগের ক্ষেত্রে প্রযোজ্য।
আপনার বন্ধ সংযোগটি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে যে কোন বাংলালিংক সংযোগ থেকে নাম্বারটি টাইপ করে ফ্রি এসএমএস পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে।

বাংলালিংক ফ্রি ২ জিবি ইন্টারনেট বোনাস

  • নতুন অথবা বন্ধ প্রিপেইড এবং শুধুমাত্র বন্ধ Postpaid সংযোগের গ্রাহকগণ ১৯ টাকা রিচার্জ/বিল পরিশোধের সাথে সাথে ২ জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকগণ একবারই ২ জিবি ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন
  • প্রিপেইড সংযোগের ক্ষেত্রে বোনাস ইন্টারনেট রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং Postpaid সংযোগের ক্ষেত্রে দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
  • ২ জিবি ইন্টারনেট বোনাসের মেয়াদ ৩০ দিন
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে প্রিপেইড গ্রাহকগণ ডায়াল করুন *১২৪*৯৯৪# এবং Postpaid গ্রাহকগণ টাইপ করুন ‘১৯’ এবং পাঠিয়ে দিন ১২১ নাম্বারে

বাংলালিংক নতুন এবং বন্ধ প্রিপেইড সংযোগে ১৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট

  • ২৯ জুলাই, ২০১৫-এর পর থেকে চালুকৃত সকল বাংলালিংক সংযোগের গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন
  • ২৮ মে থেকে চালুকৃত নতুন সংযোগের গ্রাহকগণ যারা বর্তমান নতুন সংযোগের অফারটি উপভোগ করেননি তারা ২৯ জুলাই থেকে ১৯ টাকা রিচার্জে নতুন অফারটি উপভোগ করতে পারবেন
  • ২৯ জুন, ২০১৫ অথবা এর আগ থেকে অব্যবহৃত সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণের (আই’টপ-আপ ব্যতীত) ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য
  • সকল গ্রাহকগণ নতুন এবং বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জে যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট রেটে কথা বলতে পারবেন, দিন-রাত ২৪ ঘণ্টা
  • নতুন অথবা বন্ধ সংযোগ জুন, ২০১৫ অফার উপভোগকারী গ্রাহকগণ তাদের অফারটি উপভোগ করতে থাকবেন
  • স্পেশাল কলরেটের মেয়াদ রিচার্জের দিনসহ ৩০ দিন। মেয়াদকালীন সময়ে প্রতি ১৯ টাকা রিচার্জে বর্ধিত মেয়াদ প্রযোজ্য
  • অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করতে, নতুন অথবা বন্ধ সংযোগের ক্ষেত্রে *১৬৬*৬৭৬# ডায়াল করতে হবে যা সেদিন রাত ১২টার পর প্রযোজ্য হবে। আন-সাবস্ক্রাইব করার পর রাত ১২টার পূর্বে যদি কোন গ্রাহক ১৯ টাকা রিচার্জ করেন তাহলে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এই অফার উপভোগ করবেন
  • আন-সাবস্ক্রাইব করার পর গ্রাহক পুনরায় পূর্ববর্তী কলরেটে ফিরে যাবেন
  • নতুন সংযোগের ক্ষেত্রে অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করলে এই স্পেশাল রেট প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে, পুনরায় এই রেট পেতে *৯৯৯*১*১৪৬# ডায়াল করে একবারে ১৯ টাকা রিচার্জ করতে হবে

বাংলালিংক বন্ধ Postpaid সংযোগে ১৯ টাকা রিচার্জ/বিল পরিশোধে স্পেশাল কলরেট

  • যে সকল বাংলালিংক ইন্সপায়ার এবং পার্সোনাল Postpaid প্যাকেজের গ্রাহকগণ গত ৩০ জুলাই, ২০১৫ থেকে পূর্ববর্তী ৩০ দিন অথবা তার বেশি দিন ধরে Postpaid প্যাকেজটি ব্যবহার করেননি তাদের ক্ষেত্রেই এই অফারটি প্রযোজ্য
  • বন্ধ Postpaid সংযোগে আই’টপ-আপ-এর মাধ্যমে ১৯ টাকা রিচার্জ/বিল পরিশোধ করে উপভোগ করুন অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট ও যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট। এক সেকেন্ড পাল্স প্রযোজ্য। সাথে থাকছে ৩০ দিনের জন্য ২ জিবি ইন্টারনেট একদম ফ্রি
  • মেয়াদ থাকাকালীন সময়ে প্রতি ১৯ টাকা রিচার্জে/বিল পরিশোধের ক্ষেত্রে বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে
  • উপযুক্ত Postpaid গ্রাহককে প্রয়োজনে বকেয়া বিল পরিশোধ করার পর ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১৯ টাকা রিচার্জের মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন
  • আন-সাবস্ক্রাইব করতে ‘stop’ লিখে ৪৩৪৩ নাম্বারে এসএমএস পাঠাতে হবে
  • এই অফার থেকে আন-সাবস্ক্রাইব করার পর পুনরায় এই অফারটি আর প্রযোজ্য নয়
  • অফারের মেয়াদ থাকাকালীন সময়ে যে কোন অপারেটরে এসএমএস প্রতি ৫০ পয়সা চার্জ প্রযোজ্য

বাংলালিংক নতুন প্রিপেইড সংযোগ চালু করলে থাকছে

  • ৫ টাকা প্রিলোডেড টক-টাইম ব্যবহার করা যাবে যে কোন প্রয়োজনে, মেয়াদ ১৫ দিন
  • মেয়াদ থাকাকালীন অবস্থায় যে কোন পরিমাণ রিচার্জ করলেই পাবেন আজীবন মেয়াদ
  • ৫০ এমবি বোনাস ইন্টারনেটের মেয়াদ বোনাস পাওয়ার দিনসহ ৩ দিন
  • বোনাস ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৫#
  • ৫০টি এসএমএস যে কোন বাংলালিংক নাম্বারে ব্যবহার করা যাবে। মেয়াদ বোনাস পাওয়ার দিনসহ ১০ দিন
  • বোনাস এসএমএস চেক করতে ডায়াল করুন *১২৪*৪#
  • ফেসবুক ১০০০ এমবি পর্যন্ত প্রযোজ্য এবং এর মেয়াদ ৬০ দিন
  • ফেসবুক-এর বোনাস জানতে ডায়াল করুন *২২২*৩*৩৩#
  • গ্রাহকগণ পাচ্ছেন ৩০ দিনের জন্য ফ্রি আমার টিউন সাবস্ক্রিপশন এবং সাথে ফ্রি বাংলালিংক টিউন
  • প্রথম আউট গোয়িং কলের ৬ষ্ঠ দিন আমার টিউন সার্ভিসটি চালু হবে
  • এক মাস পর সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। পুনরায় সার্ভিসটি চালু করতে গ্রাহককে ‘start’ লিখে ২২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে
  • একটি স্পেশাল এফএনএফ নাম্বারে ৫ পয়সা/১০ সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৪টা) এবং ১০ পয়সা/১০ সেকেন্ড (বিকাল ৪টা থেকে রাত ১২টা)
  • ১৫ পয়সা/১০ সেকেন্ড যে কোন নাম্বারে দিন-রাত ২৪ ঘণ্টা


বিভিন্ন বাজার এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে দেদারসে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের নকল স্মার্টফোন। দামি স্মার্টফোন গুলোর নকলই মূলত দেশের বাজারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে অ্যাপলের আইফোন এবং স্যামসাংয়ের বিভিন্ন মডেলের নকল ফোন প্রকাশ্যে, এমনকি নকল ঘোষণা দিয়েই বিক্রি হচ্ছে। নকল হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনের সংখ্যাই বেশি। তবে সনি ও এইচটিসির দু-একটি মডেলের স্মার্টফোনের নকলও বাজারে দেখা যায়।


নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবে

পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে।
আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না।
নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।
নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।
ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না।
আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে??? আশা করি ভালই আছেন। যাইহোক আপনাদের জন্য আজকে একটু সময় নিয়ে একটা টিউন লিখতে বসলাম। যাইহোক, টিউনের টাইটেলটা দেখে হয়ত কিছুটা আচ করতে পেরেছেন। তাহলে দেরী কেন? চলুন তাহলে টিউনটি শুরু করে দেই। আমার ফেসবুক প্রফাইলে যোগাযোগ করতে পারেন

হ্যা! আপনার চোখ সত্যিই দেখছে। মাত্র ৫ টাকায় ১ জিবি ডাটা তাও আবার বাংলাদেশে চমকে উঠার কিছুই নেই। এটা আবার দিচ্ছে দেশের সেরা ও শীর্ষে থাকা অপারেটর কোম্পানী গ্রামীনফোন। নাথিং ইস ইয়াম-পসেবল। হাসার কিছুই নেই আজকে কোচিং এ পড়ার সময় ডাইলগটা তৈরী করলাম। চলুন দেখে নেওয়া যাক কোন গ্রাহকগন এই অফারের আওতাভুক্ত হন।
গ্রামীণফোনের যে সকল প্রিপেইড গ্রাহক গত ৩ মাসে ১৫০ কেবি -এর চেয়ে কম ডাটা ব্যবহার করেছেন তাদের জন্যে আছে এটা দারুন খবর!
১) *500*45# ডায়াল করুন আর মাত্র ৫ টাকায় কিনে ফেলুন ১ জিবি থ্রিজি ডাটা (৫০০এমবি Open + ৫০০ এমবি Facebook) আর ৭ দিনের মেয়াদে ব্রাউজ করুন ইচ্ছেমত। আপনি জিপির থ্রিজি বা টু’জি যেকোনো নেটওয়ার্কে এই ডেটা ব্যবহার করতে পারবেন।
২) আপনার Open Internet ব্যালেন্স জানতে ডায়াল করুন *566*10# আর Facebook Internet এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *566*1#।
৩) **এস ডি এবং ভ্যাট প্রযোজ্য।
৪) এই অফারটি তারাই পাবেন যারা গত ৩ মাসে কোন ডাটা ব্যবহার করেননী।
৫) অফারটি যতখুশি ততবার নিতে পারবেন।
আশা করি ভালভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এর পরও কারও কোন সমস্যা থাকে তাহলে আমার ফেসবুক প্রফাইলে যোগাযোগ করতে পারেন

13 August, 2015


হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? প্রযুক্তির এক অনন্য জগত টেকটিউনসে শেখা এবং জানার মধ্যে খুব ভালো আছেন আশা করি। প্রযুক্তি এরকমই এক জগত যেখানে নিত্য নতুন ঘটনা, আবিষ্কার ঘটে চলেছে আমাদের অগোচরে। আর সেই সব ব্রান্ড নিউ আবিষ্কার জানার জন্য প্রযুক্তি প্রেমীদের এই আস্তানায় অনুপ্রবেশ। আমরা জানবো, জানাবো আর নতুন কিছু আবিস্কারে নিজেদের হারিয়ে ফেলবো এই আশাবাদ নিয়ে আমার আজকের ব্যতিক্রম টিউনে আপনাদের স্বাগতম।

নিত্য নতুন আবিষ্কার প্রযুক্তি জগতকে করেছে সমৃদ্ধ। প্রতিনিয়ত নতুন সব আবিষ্কার আমাদের চলার পথকে সুগম করছে। কিন্তু এমনও কিছু আবিষ্কার আছে যা আমাদের এই প্রযুক্তি জীবনকে একটু হলেও বিস্বাদ করে তোলে। আমাদের স্বাভাবিক প্রযুক্তি বিচরণে সেই সব আবিষ্কার আমাদের বাঁধা হয়ে দাঁড়ায় বা ভিন্ন অনুভূতি তৈরি করে। 

আজকে আমরা সেই রকম কিছু আবিষ্কার সম্পর্কে জানবো যেটা আমাদের ইন্টারনেট লাইফকে চিন্তিত করে ভাবনার মধ্যে ফেলে, কিছু কিছু সময় বিরক্ত করে তোলে। যাকে বলা হয় সর্ব কালের সর্ব ঘৃণিত ইন্টারনেট আবিষ্কার।



কি জানতে ইচ্ছা করে না, কি এমন আবিষ্কার যা আমাদের অনলাইন জীবনে বিড়ম্বনা তৈরি করছে। হ্যাঁ আপনি ঠিক শুনেছেন। আসুন তাহলে ধীরে ধীরে জেনে নিতে থাকি কি সেই আবিষ্কার, আমাদের কি ক্ষতিই বা তারা করলো, কেনই বা আমাদের প্রযুক্তি জীবনে এসব অভিশাপ। 
সর্ব কালের সর্ব ঘৃণিত ইন্টারনেট আবিষ্কারঃ

প্রযুক্তি প্রেমী হিসেবে আমাদের মাঝে মাঝে তাদের এই অসম্ভব আবিস্কারের জন্য ধন্যবাদ দিতেই হয় যদিও বিরক্তকর এই ঘৃণিত কাজ আমাদের মাঝে মাঝে বিভীষিকা দিয়ে থাকে।


১) পপ-আপ অ্যাডের আবিষ্কারঃ

ইথান জুকারম্যান নামক এক প্রযুক্তি বিশারধ এই পপ আপ অ্যাডের আবিষ্কারক। কোন ওয়েব পেজে ঢুকলে ওয়েব পেজ সম্পূর্ণ লোড হওয়ার আগে যে অ্যাড দেখায় সেটাই মূলত পপ-আপ অ্যাড। পপ-আপ অ্যাড কাস্টোমার বা ভিজিটরকে তাদের প্রয়োজনীয় অ্যাড দেখানোর জন্যই আবিষ্কার হলেও ৭৫ % সময় ভিজিটর অপ্রাসঙ্গিক অ্যাড দেখে থাকেন। যেটা সবার জন্য বিরক্তির কারণ।

 পপ-আপ অ্যাডের আবিষ্কারঃ

২) প্রথম সত্যিকার ভাইরাসের আবিষ্কারঃ

রিচ স্ক্রিন্টা নামক এই কম্পিউটার প্রোগ্রামার তৈরি করেন বিশ্বের প্রথম সত্যিকারের ভাইরাস। ১৯৮২ সালে যেসব ভাইরাস ছিল সেগুলোর সবগুলোই পরীক্ষামূলক এবং কম ক্ষতিকারক।

কিন্তু সেটা এখন কোন পর্যায়ে চলে আসছে তা তো আমরা বুঝতে পারছি। ২০১৪ সাল পর্যন্ত ৪০০ বিলিয়ন ডলার সাইবার ক্রাইমে ব্যয় হচ্ছে এই পর্যন্ত।

৩) ক্যাপচার আবিষ্কারঃ

ম্যানুয়েল ব্ল্যাম, জন ল্যাংফোরড, লুইজ ভনহেন নামের তিন কম্পিউটার বিজ্ঞানী ক্যাপচার আবিষ্কার করেন। ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এই ক্যাপচা কতোটা সমস্যাপূর্ণ তা আমরাও বুঝি। সেই সাথে অডিও ক্যাপচা আরও কতো বিরক্তিকর সেটা সহজে অনুমেয়।

একটি ক্যাপচা পূরণে মিনিমাম ১০ সেকেন্ড+ সময় লেগে যায় আর প্রতিদিন প্রায় ২০০ মিলিয়ন ক্যাপচা পূরণ করতে হয়। আর এই ক্যাপচার পিছনে প্রতিদিন মানুষকে ৫ লাখ ঘণ্টা সময় ব্যয় করতে হয়।

৪) অঞ্চলভিত্তিক ইন্টারনেটের সীমাবদ্ধতাঃ

জিওরগ বোদেনহাউসেন নামের এই বিজ্ঞানী এই সীমাবদ্ধতা বের করেন। ইন্টারনেটের সব কন্টেন্ট বা ভিডিও সব দেশের জন্য না। আর এই সব কন্টেন্ট বা ভিডিও দেখার জন্য আপনাকে প্রক্সি সার্ভার বা ভিপিএন ব্যবহার করতে হয়। মূলত কপিরাইট আইনের জন্য অনলাইন সার্ভিস প্রভাইডাররা এই কপিরাইট করেন। কিন্তু স্বাধীনভাবে নেট ব্যবহারের এই দিনে এতে আমরা বিরক্ত হয় বৈকি।

গবেষণায় দেখা যায় ১৭ % আমেরিক্যান প্রক্সি বা ভিপিএন ব্যবহার করেন এই সীমাবদ্ধতা ছাড়ার জন্য।

৫) কুকিস ব্যবহারঃ

ইন্টারনেট কুকিস আবিস্কারের পূর্বে ইউজার সেই ওয়েব সাইট আগে কখনও ভিজিট করছে কিনা বোঝার উপায় ছিল না। লও মন্টুলি ১৯৯৪ সালে নেটস্কেপের জন্য কুকিস আবিষ্কার করেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে ইউজার বান্ধব অনলাইন জীবন নিচ্চয়তার জন্য কুকিস খুব প্রয়োজনীয়। তবে ওয়েব প্রাইভেসির ক্ষেত্রে সেটা অনেক নিয়ম ভেঙ্গে দিতে সক্ষম।

৮৬ % US ইন্টারনেট ব্যবহারকারী কুকিস রিমুভ করেন নিয়মিত তাদের অনলাইন জীবনের ডিজিটাল পদচিহ্ন অন্যকে না জানানোর জন্য।

৬) স্প্যাম্প আবিষ্কারঃ

গ্রে থুয়েরক নামের এই বিজ্ঞানী স্প্যাম্প আবিষ্কার করে কুখ্যাত হয়ে আছেন। ১৯৭৮ সালে থুয়েরক ৩৯৩ স্প্যাম ম্যাসেজ পাঠান, যেখানে তিনি কম্পিউটার সেলের জন্য এই ম্যাসেজ পাঠান এবং সেখান থেকে কিছু বিক্রি করতেও সক্ষম হন। গত শদাব্দি থেকে এই মেথড অনলাইন সেল বা প্রমোশনের জন্য আবার ব্যবহার করা হয়। ২০১১ সালে এন্টি এবাউস গ্রুপের মতে ৯০ % ই-মেইল যা পাঠানো হয় তা স্প্যাম্প।

৭) সাইবার ট্রেডমার্কঃ

অন্যের প্রতিষ্ঠান বা সত্ত্ব অনলাইনে ডোমেইনের মাধ্যমে নিজের করার চেষ্টা সাইবার ট্রেডমার্কের মাধ্যমে যেটা নিজেকে বিশ্বস্ত কোম্পানির মাধ্যমে পরিচিত করার চেষ্টা করা। কিন্তু যেটা সার্বিক দিক দিয়ে সাইবার অপরাধ।

ডেনিস টপেন নামক এক অনলাইন কর্মী ১৯৯৫ সালে ১০০ বিখ্যাত কর্পোরেশনের নামে ডোমেইন কিনে রাখেন যা পরবর্তীতে তিনি বিক্রি করে দেন। এভাবেই মূলত এই ট্রেডমার্ক বিক্রি বা নিজের করে নেওয়া খুব বেড়ে উঠে। পরবর্তীতে ১৯৯৯ সালে কাস্টোমার ট্রেডমার্ক আইন তৈরি করা হয় বৈধতা তৈরির জন্য।



সাইবার জগত এমনই এক জগত যেখানে নিত্য নতুন আবিষ্কারের মধ্যে কিছু বিরক্তিকর জিনিস আমাদের একঘেয়েমি করে তুলছে। আমরা না চাইলেও সেগুলো আমাদের আবদ্ধ করে তোলে।

আজকে আর পেরে উঠছি না। আপনাদের সাইবার জীবন আরও সুন্দর হোক এই কামনায় আজ আমি এখানেই শেষ করছি।

ধন্যবাদ সবাইকে। 

Popular Posts

Translate

Connect With Our Facebook Page