নতুন অথবা বন্ধ বাংলালিংক
প্রিপেইড এবং শুধুমাত্র বন্ধ Postpaid সংযোগে ১৯ টাকা রিচার্জ/বিল পরিশোধে
পাচ্ছেন পুরো ১ মাস ২ জিবি ইন্টারনেট একদম ফ্রি। এছাড়াও কথা বলুন যে কোন
বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য নাম্বারে ৬০ পয়সা/মিনিট কলরেট,
দিন-রাত ২৪ ঘণ্টা। এই অফারটি বন্ধ বাংলালিংক ইন্সপায়ার এবং পার্সোনাল
Postpaid সংযোগের ক্ষেত্রে প্রযোজ্য।
আপনার বন্ধ সংযোগটি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে যে কোন বাংলালিংক
সংযোগ থেকে নাম্বারটি টাইপ করে ফ্রি এসএমএস পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে।
বাংলালিংক ফ্রি ২ জিবি ইন্টারনেট বোনাস
- নতুন অথবা বন্ধ প্রিপেইড এবং শুধুমাত্র বন্ধ Postpaid সংযোগের গ্রাহকগণ ১৯ টাকা রিচার্জ/বিল পরিশোধের সাথে সাথে ২ জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকগণ একবারই ২ জিবি ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন
- প্রিপেইড সংযোগের ক্ষেত্রে বোনাস ইন্টারনেট রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং Postpaid সংযোগের ক্ষেত্রে দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
- ২ জিবি ইন্টারনেট বোনাসের মেয়াদ ৩০ দিন
- ইন্টারনেট ব্যালেন্স চেক করতে প্রিপেইড গ্রাহকগণ ডায়াল করুন *১২৪*৯৯৪# এবং Postpaid গ্রাহকগণ টাইপ করুন ‘১৯’ এবং পাঠিয়ে দিন ১২১ নাম্বারে
বাংলালিংক নতুন এবং বন্ধ প্রিপেইড সংযোগে ১৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট
- ২৯ জুলাই, ২০১৫-এর পর থেকে চালুকৃত সকল বাংলালিংক সংযোগের গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন
- ২৮ মে থেকে চালুকৃত নতুন সংযোগের গ্রাহকগণ যারা বর্তমান নতুন সংযোগের অফারটি উপভোগ করেননি তারা ২৯ জুলাই থেকে ১৯ টাকা রিচার্জে নতুন অফারটি উপভোগ করতে পারবেন
- ২৯ জুন, ২০১৫ অথবা এর আগ থেকে অব্যবহৃত সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণের (আই’টপ-আপ ব্যতীত) ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য
- সকল গ্রাহকগণ নতুন এবং বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জে যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট রেটে কথা বলতে পারবেন, দিন-রাত ২৪ ঘণ্টা
- নতুন অথবা বন্ধ সংযোগ জুন, ২০১৫ অফার উপভোগকারী গ্রাহকগণ তাদের অফারটি উপভোগ করতে থাকবেন
- স্পেশাল কলরেটের মেয়াদ রিচার্জের দিনসহ ৩০ দিন। মেয়াদকালীন সময়ে প্রতি ১৯ টাকা রিচার্জে বর্ধিত মেয়াদ প্রযোজ্য
- অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করতে, নতুন অথবা বন্ধ সংযোগের ক্ষেত্রে *১৬৬*৬৭৬# ডায়াল করতে হবে যা সেদিন রাত ১২টার পর প্রযোজ্য হবে। আন-সাবস্ক্রাইব করার পর রাত ১২টার পূর্বে যদি কোন গ্রাহক ১৯ টাকা রিচার্জ করেন তাহলে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এই অফার উপভোগ করবেন
- আন-সাবস্ক্রাইব করার পর গ্রাহক পুনরায় পূর্ববর্তী কলরেটে ফিরে যাবেন
- নতুন সংযোগের ক্ষেত্রে অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করলে এই স্পেশাল রেট প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে, পুনরায় এই রেট পেতে *৯৯৯*১*১৪৬# ডায়াল করে একবারে ১৯ টাকা রিচার্জ করতে হবে
বাংলালিংক বন্ধ Postpaid সংযোগে ১৯ টাকা রিচার্জ/বিল পরিশোধে স্পেশাল কলরেট
- যে সকল বাংলালিংক ইন্সপায়ার এবং পার্সোনাল Postpaid প্যাকেজের গ্রাহকগণ গত ৩০ জুলাই, ২০১৫ থেকে পূর্ববর্তী ৩০ দিন অথবা তার বেশি দিন ধরে Postpaid প্যাকেজটি ব্যবহার করেননি তাদের ক্ষেত্রেই এই অফারটি প্রযোজ্য
- বন্ধ Postpaid সংযোগে আই’টপ-আপ-এর মাধ্যমে ১৯ টাকা রিচার্জ/বিল পরিশোধ করে উপভোগ করুন অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট ও যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট। এক সেকেন্ড পাল্স প্রযোজ্য। সাথে থাকছে ৩০ দিনের জন্য ২ জিবি ইন্টারনেট একদম ফ্রি
- মেয়াদ থাকাকালীন সময়ে প্রতি ১৯ টাকা রিচার্জে/বিল পরিশোধের ক্ষেত্রে বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে
- উপযুক্ত Postpaid গ্রাহককে প্রয়োজনে বকেয়া বিল পরিশোধ করার পর ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১৯ টাকা রিচার্জের মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন
- আন-সাবস্ক্রাইব করতে ‘stop’ লিখে ৪৩৪৩ নাম্বারে এসএমএস পাঠাতে হবে
- এই অফার থেকে আন-সাবস্ক্রাইব করার পর পুনরায় এই অফারটি আর প্রযোজ্য নয়
- অফারের মেয়াদ থাকাকালীন সময়ে যে কোন অপারেটরে এসএমএস প্রতি ৫০ পয়সা চার্জ প্রযোজ্য
বাংলালিংক নতুন প্রিপেইড সংযোগ চালু করলে থাকছে
- ৫ টাকা প্রিলোডেড টক-টাইম ব্যবহার করা যাবে যে কোন প্রয়োজনে, মেয়াদ ১৫ দিন
- মেয়াদ থাকাকালীন অবস্থায় যে কোন পরিমাণ রিচার্জ করলেই পাবেন আজীবন মেয়াদ
- ৫০ এমবি বোনাস ইন্টারনেটের মেয়াদ বোনাস পাওয়ার দিনসহ ৩ দিন
- বোনাস ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৫#
- ৫০টি এসএমএস যে কোন বাংলালিংক নাম্বারে ব্যবহার করা যাবে। মেয়াদ বোনাস পাওয়ার দিনসহ ১০ দিন
- বোনাস এসএমএস চেক করতে ডায়াল করুন *১২৪*৪#
- ফেসবুক ১০০০ এমবি পর্যন্ত প্রযোজ্য এবং এর মেয়াদ ৬০ দিন
- ফেসবুক-এর বোনাস জানতে ডায়াল করুন *২২২*৩*৩৩#
- গ্রাহকগণ পাচ্ছেন ৩০ দিনের জন্য ফ্রি আমার টিউন সাবস্ক্রিপশন এবং সাথে ফ্রি বাংলালিংক টিউন
- প্রথম আউট গোয়িং কলের ৬ষ্ঠ দিন আমার টিউন সার্ভিসটি চালু হবে
- এক মাস পর সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। পুনরায় সার্ভিসটি চালু করতে গ্রাহককে ‘start’ লিখে ২২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে
- একটি স্পেশাল এফএনএফ নাম্বারে ৫ পয়সা/১০ সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৪টা) এবং ১০ পয়সা/১০ সেকেন্ড (বিকাল ৪টা থেকে রাত ১২টা)
- ১৫ পয়সা/১০ সেকেন্ড যে কোন নাম্বারে দিন-রাত ২৪ ঘণ্টা