14 January, 2015


ছবি: সংগৃহীত


শরীরকে চাঙা রাখতে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের পানীয় থাকলেও মানুষ দুই ধরনের পানীয় বেশি ব্যবহার করেন থাকেন। এ দু’টি হলো- চা আর কফি।
পান করার ক্ষেত্রে অভ্যাসগত বা সহজলভ্যতা যাই কাজ করুক না কেন, চা ও কফির আলাদা আলাদা গুণ রয়েছে। এ নিয়ে বির্তকেরও শেষ নেই। তবে কেন আপনি প্রতিদিন কফি গ্রহণ করবেন তার পেছনে কিছ‍ু সুনির্দিষ্ট স্বাস্থ্যগত সুবিধা ও কারণ রয়েছে।
প্রতিদিন কফি গ্রহণের জন্য সুনির্দিষ্ট যে পাঁচ কারণ রয়েছে সেগুলো হলো-
অ্যান্টিঅক্সিডেন্ট: কফিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা আপনার শরীরকে মুহূর্তেই সতেজ ও চাঙা করে তোলে।
লিভারের জন্য উপকারী: প্রতিদিন কফি পান লিভারের জন্য উপকারী, বিশেষ করে যারা অ্যালকোহল জাতীয় পানীয় গ্রহণ করেন।
মানসিক চাপ নিরাময় করে: কফি আপনার মানসিক চাপ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি আপনার দুঃশ্চিন্তা কমাতেও সাহায্য করে কফি।
ক্যান্সারের ঝুঁকি কমায়: নিয়মিত কফি গ্রহণ ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে, বিশেষ করে চামড়া ও প্রোস্টেট ক্যান্সারের। এ বিষয়ে পরীক্ষামূলক কোনো নিশ্চয়তা নেই, তবে কফি আপনার কোনো ক্ষতি করবে না এটা বলা যায়।
ডায়াবেটিসের ঝুঁকি কমায়: নিরাময় অযোগ্য ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায় কফি। নিয়মিত কফি পানে ডায়াবেটিস রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
অতএব বলা যায়, নিয়মিত কফি খান, স্বাস্থ্য ঝুঁকি ও মানসিক চাপ এড়িয়ে যান।
সূত্রঃ বাংলানিউজ২৪ডটকম

Related Posts:

  • নানা রকম মাথাব্যথায় করনীয়, নিয়ে নিন সমাধান এক্ষুণি!!!! এটি সাধারণত কোনো ., নয়, রোগের উপসর্গ মাত্র। মাথাব্যথার প্রকৃতি, সময়, তীব্রতা, আক্রান্ত অংশ ইত্যাদি পর্যবেক্ষণ করে চিকিত্সকরা কারণ চিহ্নিত করেন। হাজারো কারণে ব্যথা হতে পারে মাথায়। তাই যেকোনো ধরনের ব্যথার চিকিত্স… Read More
  • সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় আখের রস যন্ত্র দিয়ে আখ গাছের লম্বা কাণ্ডের ভেতরের যে মিষ্টি রস পিষে বের করে সেটাকে আখের রস বলে। আখের রসে ক্যালসিয়াম, ক্রোমিয়াম, কোবল্ট, তামা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম এবং জিংক সমৃদ্ধ। এছাড়াও অ্যান্টিঅক্স… Read More
  • Some Fruits with description in Bangladesh Some Fruits with description in Bangladesh Bangladesh is the land of natural variation. Bangladesh is Popular for beautiful place, flower, fruits, animal etc. The country has a large number of different fruits in dif… Read More
  • স্বাস্থ্য রক্ষায় এবং সুস্থ থাকতে কফি পান করার নানান উপকারিতা শরীরকে চাঙা রাখতে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের পানীয় থাকলেও মানুষ দুই ধরনের পানীয় বেশি ব্যবহার করেন থাকেন। এ দু’টি হলো- চা আর কফি। পান করার ক্ষেত্রে অভ্যাসগত বা সহজলভ্যতা যাই কাজ করুক না কেন, চা ও কফির আলাদা আলাদা … Read More

Popular Posts

Translate

Connect With Our Facebook Page