14 January, 2015

poke-Anytechসকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। আবারো হাজির হলাম নতুন একটা জিনিস নিয়ে যদিও আপনার এর সাথে অনেক আগে থেকে পরিচিত তবে ভুল ভাবে। যাহোক আশা করি আজকে সেই ভুল বুঝা বুঝি দূর হবে। আজকের দিনে ফেসবুক এমন এক জিনিসে পরিনত হয়েছে যা ফেসবুক ছাড়া অনেকের পেটের ভাত হজম হয় না।সারাদিন সুধু ফেসবুক আর ফেসবুক। আজকে এই ফেসবুক এর একটা ফিচার নিয়ে আলোচনা করবো আর সেটা হল poke. আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা অ্যাকাউন্ট আছে তারা সবাই কম বেশি এই ফিচার সম্পর্কে জানি তবে অনেক এটি ব্যবহার করে আবার অনেকে করে না। কিন্তু কথা হল আমরা সবাই এই poke মানে জানি যে কউকে বিরক্ত করা বা গুতা মারা যেটা একদমই ঠিক নয়। poke একটা ফেসবুক এর গুরুত্বপূর্ণ ফিচার।
আসলে poke দিয়ে কারও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়। আপনি যদি কাউকে poke করেন আর আপনি জাকে poke করলেন সে যদি poke back করে তাহলে আপনি তার ফেসবুক প্রোফাইল এবং পেজ ৩ দিন এর জন্য দেখতে পারবেন। এখন হয়তো অনেকে ভাবতে পারেন আমিতো এমনিতে এটা করতে পারি। কিন্তু না এটার দরকার আছে বা কি কাজে লাগে তা বলতেছি। মনে করেন কেউ একজন আপনার ফ্রেন্ড লিস্ট এ নাই বা তাকে চেনা চেনা মনে হচ্ছে কিন্তু সে আপনার ফ্রেন্ড লিস্ট এ না থাকার কারনে তার সম্পর্কে জানতে পারছেন না বা তার ইনফর্মেশন দেখতে পারছেন না বা জানতে পারছেন না। তখন তার সম্পর্কে জানার একটাই উপায় আছে আর সেটা হল poke মারা। আপনি যদি তাকে poke মারেন আর সে poke back করে তাহলে আপনি তার প্রোফাইল এবং পেজ ৩ দিন এর জন্য দেখতে পারবেন এবং দেখে আপনার পরিচিত হলে ফ্রেন্ড রিকুয়েস্ট করতে পারবেন। তাহলে বুঝলেন তো poke এর মানে বা এর কাজ কি। যদি আগে থেকে জানেন তাহলে ভালো তবে যদি এখন জানলেন তাহলে আরও ভালো। আশা করি আমি আপনাদের poke এর অর্থ বুঝাতে পেরেছি। না বুঝলে আশা করি টিউমেন্ট করে জানবেন।
প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। একবার ঘুরে আসার অনুরোধ রইলো ।

Related Posts:

  • ফেইসবুক থেকে সম্পূর্ণ অদৃশ্য থাকার উপায় অঅ-অ+ সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের যেমন সবার সামনে দৃশ্যমান রাখতে পারেন তেমন সবার কাছ থেকে অদৃশ্যও হতে পারেন। এজন্য আপনার ফেসবুক পেজটি যে বন্ধ করে দিতে হবে, এমন কোনো কথা নেই। অদৃশ্য হওয়ার বিষয়ট… Read More
  • ফেসবুকে আমরা যে Poke করি, এর মানে কি জানেন? না জানলে আজকে জেনে নিন সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। আবারো হাজির হলাম নতুন একটা জিনিস নিয়ে যদিও আপনার এর সাথে অনেক আগে থেকে পরিচিত তবে ভুল ভাবে। যাহোক আশা করি আজকে সেই ভুল বুঝা বুঝি দূর হবে। আজকের দিনে ফেসবুক এমন এক জিনিসে পরিনত হয়েছে যা… Read More
  • ফেসবুকে নিজের ইচ্ছামত যতখুশি Chat Emotion তৈরি করুন। ফেসবুক Chat Emotion অনেক জনপ্রিয় ফেসবুক ব্যবহারকারীদের কাছে। ফেসবুকের নিজস্ব অনেক Chat Emotion আছে। এই লিঙ্কে সেগুলো দেখে নিতে পারেন। এই লিঙ্কে সেগুলো দেখে নিতে পারেন। এই Chat Emotion গুলার Code কপি করে Message(Chat) ব… Read More
  • ৬০ দিন আগেই ফেইসবুকে আপনার নামChange করুন আমরা অনেক সময় ভুল বসত অথবা কোন কারনেফেছবুক এ নাম চেঞ্জ করি।কিন্তু তা আবার ঠিক করতে হলে ৬০ দিন সময় চাই।তাই দেখাব কি করে তার আগেই এটা করতে পারেন।প্রথমে নিচের লিংকে যান।এখানে ক্লিক করুনClick hereনামের জায়গায় আপনার নতুন নামলি… Read More
  • দেখে নিন কিভাবে ফেসবুক Page এর Name Change করবেন। ভিডিও টিউটোরিয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Titile দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিভাবে… Read More

Popular Posts

Translate

Connect With Our Facebook Page