06 June, 2017

পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো তাদের নিজস্ব ফিচার এবং বৈশিষ্ট্যের জন্য সবার থেকে আলাদা! আমি টিউনার গেমওয়ালা আজ টেকটিউনসে তথ্য প্রযুক্তি প্রেমিদের জন্য নিয়ে এসেছি এইরকম ১০টি অন্যরকম এবং আজব টাইপের ওয়েবসাইট যেগুলোতে আপনারা হয়তো এখনো ব্রাউজ করে দেখেননি! তো চলুন অতিরিক্ত ভূমিকায় না গিয়ে সরাসরি টিউনে চলে যাওয়া যাক:
১) hackertyper.com
hackertyper.com: হলিউডের মুভিতে কখনো কোনো অভিনেতার হ্যাকিং প্রক্রিয়াকে দেখেছেন? কখনো মনে মনে ভাবেছেন যে ইশ! আপনিও যদি ওইরকম হ্যাক করতে পারতেন! কিন্তু কোডিংয়ের অ/আ ও জানেন না! তাহলে এক্ষুণি চলে যান hackertyper.com ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাবার পর আপনার ব্রাউজারটি কালো রংয়ের একটি হ্যাকিং টার্মিনালে পরিণত হবে। এবং আপনি কীবোর্ড থেকে কোনো কী বাটন প্রেস করলে ওয়েবসাইটটি সেটিকে র‌্যানডম লিনাক্স কোডিংয়ে রুপান্তর করে নিবে এবং স্ক্রীনে প্রদর্শন করবে! সো কীবোর্ড দিয়ে উল্টাপাল্টা টাইপ করতে থাকুন আর নিজেকে দক্ষ হ্যাকার বানিয়ে ফেলুন আর বন্ধুদের সামনে হ্যাকার হবার যোগ্যতা অর্জন করুন! মজার ব্যাপার হচ্ছে, টাইপ করতে করতে একসময় সাইট থেকে এমন একটি মেসেজ আসবে ACCESS GRANTED! মানে আপনি হ্যাকিংয়ে সফল হয়েছেন!

২) 10minutemail.com


10minutemail.com: ওয়েবসাইটের নাম শুনেই বুঝতে পারছেন ওয়েবসাইটের কাজ কি, এই সাইটটি আপনাকে একটি ইমেইল আইডি ব্যবহার করার সুযোগ দিবে যেটা মাত্র ১০ মিনিটের জন্য একটিভ থাকবে। অনেক সময় স্প্যামিং বা বিভিন্ন কাজে আমাদেরকে ইমেইল এড্রেস ব্যবহার করতে হয়, এবং সেখানে আমরা আমাদের অরিজিনাল আইডি ব্যবহার করতে চাই না, এক্ষেত্রে এই ওয়েবসাইটটি আপনার বেশ কাজে আসতে পারে। এখানে তৈরিকৃত ইমেইল এড্রেসে ১০ মিনিটের মধ্যে কোনো মেইল আসলে সেটি দেখতে পারবেন এবং এই আইডি থেকে আপনি ইমেইলও পাঠাতে পারবেন! দারুণ ওয়েব সাইট না?

৩) map.norsecorp.com


map.norsecorp.com: জাভাস্ক্রিপ্ট বেইসড এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি বর্তমানে পৃথিবীর কোন দেশের কোন ওয়েবসাইটে হ্যাকিং হচ্ছে সেটা একটি সুন্দর এনিমেশন গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন! সাইটটি বিশ্বব্যাপী ৮ লক্ষাধিক সেন্সরের সাহায্যে ল্যাপটপ, এটিএম মেশিন, ইন্সুরেন্স সিস্টেম, টিভি ক্যামেরা ইত্যাদির থেকে লাইভ ফিড নিয়ে ওয়েবসাইটে গ্রাফিক্যাল এনিমেশনের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করে থাকে! বিশ্বাস না হলে এখনই সাইটে গিয়ে দেখুন।

৪) thenewboston.com


thenewboston.com: এই ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর হাজার খানেক ভিডিও কোর্স, যেকোনো নির্দিষ্ট বিষয় যেমন প্রফেশনাল কুকিং, ড্রাইভিং, টাইপিং ইত্যাদির উপর বিভিন্ন ধরণের বিভিন্ন প্রকারের ভিডিও কোর্স আপনি এই ওয়েবসাইটে খুঁজে পাবেন! ইউটিউবে জেনু্ইন ভিডিও কোর্স না খুঁজে আপনি সরাসরি এই ওয়েবসাইটের সাহায্যে জেনুইন ভিডিও কোর্স পেয়ে যেতে পারেন! আজই সাইটটিতে ঢুঁ মেরে আসুন!

৫) Evozi App Download


Evozi App Download: সরাসরি পিসিতে গুগল প্লে স্টোর থেকে apk এপসগুলো কখনো নামাতে পেরেছেন? না পারলে আজই এই সাইটটি ট্রাই করে দেখুন। ওয়েবসাইটে যাবার পর বক্সে আপনি আপনার কাঙ্খিত গুগল প্লে স্টোর এপসের লিংকটি কপি করে এনে পেস্ট করে দিন এবং Generate Download Link কমান্ডে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড বাটন এসে যাবে এবং আপনি কাঙ্খিত এপসটি সরাসরি গুগল প্লে স্টোরের থেকে আপনার পিসিতে ডাউনলোড করে নিতে পারবেন ফুল স্পিডে! আজই ট্রাই করুন।

৬) Youtube.com/TV


Youtube.com/TV: অনেকেই হয়তো এই ইউটিউব এর ফিচার সম্পর্কে জানেন, যারা জানেন না তারা এখনো এই লিংকে চলে যান। ইউটিউবের এই টিভি সংস্করণে আপনি ইউটিউবের ভিডিও এবং ইন্টারফেসকে নিরবিচ্ছিন ভাবে টিভি আকারে উপভোগ করতে পারবেন! একই ধাঁচের ইউটিউব ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেলে আপনি ইউটিউবের এই ফ্লেবারটি ট্রাই করে নিতে পারেন।

৭) gtmetrix.com


gtmetrix.com: আপনি যদি ওয়েব ডেভেলপার কিংবা কোনো ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটি আপনার কাজে দেবে, এখানে এসে আপনি যেকোনো ওয়েবসাইটের লোডিং টাইমের পরীক্ষা করে নিতে পারবেন। এছাড়াও কোনো সাইট স্লো হয়ে সেটির কারণও আপনি এই সাইট থেকে জানতে পারবেন।

৮) archive.org:


archive.org: এই সাইটিতে আসলে আপনি দুনিয়ার প্রায় ৩০৬ কোটি ওয়েবসাইটের হিস্টোরি সম্পর্কে জানতে পারবেন! এছাড়াও বিগত বছরগুলো সাইটটি কেমন দেখতে ছিলো তাও জানতে পারবেন! এই ধরুণ এই সাইটটিতে এসে আমি টেকটিউনসের লিংক লিখে এন্টার দিলাম। সময় নির্ধারণ করলাম ২০০৮ সালের ডিসেম্বর মাস। এবার দেখুন ২০০৮ সালের ডিসেম্বর মাসে টেকটিউনস দেখতে কি রকম ছিলো:

) kickassapp.com



kickassapp.com: জাভা ভিক্তিক ওয়েবসাইট গেম এটি! অফিসে কাজ করতে করতে বোর হয়ে গেছেন তাহলে এখনি এই সাইটে চলে যান এবং লাল বক্সটি ড্রাগ করে আপনার বুকমার্ক টুলবারে রেখে দিন। এবার  যেকোনো ওয়েবসাইট চালূ করুন এবং ওই বুকমার্কে ক্লিক করুন! দেখবেন একটি স্পেসশিপ চলে এসেছে এবং কীবোর্ডের অ্যারো কী এবং স্পেসবারের সাহায্যে ওপেনকৃত সাইটের সাথে ধ্বংসাত্বকমূলক গেম খেলায় মেতে উঠতে পারবেন! বেশ মজার একটি জিনিস!

১০) liveatc.net


liveatc.net: লাইভ এটিসি বা লাইভ এয়ার ট্রাফিক কন্ট্রোল ওয়েবসাইটে আপনি সরাসরি দুনিয়ার বিভিন্ন এয়ার ট্রাফিক টাওয়ার থেকে প্রেরিত বিভিন্ন অডিও ফাইলগুলো চালিয়ে শুনতে পারবেন! আপনার যদি এইসব বিষয়ে ইন্টাররেস্ট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই সাইট থেকে একবার ঘুরে আসতে পারেন!

Popular Posts

Translate

Connect With Our Facebook Page